
গৌতম মুখোপাধ্যায় : কোলকাতা : বিয়ের বেশিদিন যেতে না যেতেই এই খবরে রিতীমত হতভাগ সকলে,
ছেলের মৃত্যুতে দিলীপ পত্নী রিঙ্কু জানিয়েছেন, ছেলে বুঝতে না দিলেও সৃঞ্জয় যে মনমরা হয়ে পড়েছিলেন, তা তিনি বুঝতে পারছিলেন ৷ এমন কি, সৃঞ্জয় মায়ের সঙ্গে থাকতেও চেয়েছিলেন বলে জানিয়েছেন রিঙ্কু ৷
এ দিন সকালেই নিউ টাউনের ফ্ল্যাট থেকে সৃঞ্জয় দাশগুপ্তের দেহ উদ্ধার হয় ৷ দিলীপ ঘোষের সঙ্গে বিয়ের আগে এই ফ্ল্যাটেই সৃঞ্জয় সঙ্গে থাকতেন রিঙ্কু ৷
ছেলের অপ্রত্যাশিত এই পরিণতির পর রিঙ্কু জানিয়েছেন, বছর দেড়েক আগে একবার সংজ্ঞাহীন হয়ে পড়েন সৃঞ্জয় ৷ তার পর থেকে নিয়মিত স্নায়ুরোগের ওষুধ খেতে হত তাঁকে ৷ কিন্তু গত কয়েকদিন ধরে সৃঞ্জয় সেই ওষুধ ঠিক মতো খাচ্ছিলেন না বলেই আশঙ্কা করছেন রিঙ্কু৷
এদিকে দিলীপ ঘোষ ও রিঙ্কু দেবীর মধ্যে বিয়ের হওয়ায় সেই সময়ে ছেলে
বক্তব্যে খুশি দেখা গিয়েছিল, তাহলে কি এমন হলো এই ভাবে মৃত্যু হলো তার ছেলের প্রশ্ন উঠছে।

