
গৌতম মুখোপাধ্যায় : মগড়া
নারী সুরক্ষার জন্য হুগলি জেলার মগড়ায় কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে এদিন মগড়া রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মগড়া এলাকার বিভিন্ন পথ ঘুরে মগরা স্টেশনে গিয়ে শেষ হয়, বৃষ্টি তে এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী, জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, এছাড়া বিজেপি নেতা দীপাঞ্জন গুহ, তুষার মজুমদার,সুবির নাগ,স্বপন পাল,স্বরাজ ঘোষ সহ জেলার কার্যকর্তারা।সব শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।এদিন রাজ্যোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন.
ভিডিও দেখুন👆

