হুগলী

প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ করে খুন, শ্রীরামপুর আদালতে শওয়াল করছেন কল্যাণ বন্দোপাধ্যায়

1000327669

বিশ্বজিৎ সাহা : শ্রীরামপুর

কোন্নগর কানাইপুরের প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সরকারি আইনজীবী হয়ে শ্রীরামপুর কোর্টে শওয়ালে কল্যাণ বন্দোপাধ্যায়েট,
তিনি বলেন একটি মুখ বধির নাবালিকাকে ধর্ষণ করে খুন, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে কোনো মহিলার উপর অত্যাচার হলে আমরা বরদাস্ত করবো না।অভিযুক্তের চরম শাস্তির জন্য আমরা লড়াই করব। এইরকম ১৩ বছরের মুখ বধির নাবালিকাকে ধর্ষণ খুন করে দেয়া ঘটনা কোন সভ্য সমাজে কাম্য নয়। এই ঘটনা বিরলের থেকে বিরলতম। এইসব অভিযুক্তকে বেঁচে থাকার কোন অধিকার নয়। আমরা দু’মাসের ট্রাইল শেষ করব এবং মহামান্য আদালতকে অনুরোধ করবো যে আগামী ছয় মাসের মধ্যে অভিযুক্তের ফাঁসির সাজা সুনিশ্চিত করুন।

কোন্নগর কানাইপুরের ১৩ বছরের এক বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগে অভিযুক্ত অসীম মজুমদারকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। আজ পুলিশ হেপাযত শেষ হয়েছে ধৃতকে শ্রীরামপুর মহাকুমা আদালতে তোলা হলো | সরকারি আইনজীবী হিসেবে লড়ছেন কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি শ্রীরামপুরের সাংসদ,
এই প্রথম তার কেন্দ্রে শ্রীরামপুরের শ্রীরামপুর আদালতে আইনজীবী হিসেবে হাজির হলেন তিনি।