রাজ্যহুগলী

পাকিস্থানে আটক জওয়ানের স্ত্রী কে ফোন মুখ্যমন্ত্রীর

হঠাৎ মুখ্যমন্ত্রীর ফোন, বেচেঁ আছে পুর্নম, ফোন পেয়েই ফের আশায় বুক বাধঁছে আটক জওয়ানে স্ত্রী

ফোন করলেন মুখমন্ত্রী মমতা ব্যানার্জী কথা বললেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ-এর স্ত্রীর সাথে, সে বেঁচে আছে, এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন বলে আশা করা যায়, মুখমন্ত্রী এমন টাই জানালেন স্ত্রী রজনী সাউ, রজনী সাউ জানান তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, কোনো রকম চিকিৎসার প্রয়োজনে বলতে বলেন, পরিবারে কে কে আছেন সেটা খোঁজ নেন, পুরো নিশ্চিন্ত হলাম রিষড়ার BSF জওয়ান পূর্ণম কুমার সাউ টানা ১৯ দিন হয়ে গেলো এখোনো ঘরের ছেলে ঘরে ফিরে এলো না, যত দিন যাচ্ছে ততই দুশ্চিন্তার কালো মেঘ দেখছে পাকিস্তানের কাছে বন্দী ভারতীয় জওয়ান পুর্নম সাউ এর
বর্তমানে যুদ্ধ বিরতী ঘোষনা হয়েছে, এবার ও আশায় বুক বেঁধেছে রজনী সাউ।


গত শনিবার পাকিস্তানের এক সেনা ভারতীয় সেনার কব্জায় এসেছে, আর তাতেই কিছুটা আশার আলো দেখেছিলো কিন্তু আজ ১৯ দিন পার পুর্নম সাউ এর পরিবার দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।