কোলকাতা

সেনা-কোলকাতা পুলিশ সংঘাত : সেনা কর্মীর বিরুদ্ধে মামলা কোলকাতা পুলিশের

1000495859

গৌতম মুখোপাধ্যায় : কোলকাতা

মঙ্গলবার সকাল কর্মব্যস্ত সময় ১০টা নাগাদ সেনার একটি গাড়ি ফোর্ট উইলিয়াম থেকে ডালহৌসির পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল।মহাকরণ ও ডালহৌসির মুখেই সেনার ট্রাকটি বিপজ্জনকভাবে মোড় নিতে যায়, এদিকে সেনার ট্রাকের পিছনেই কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি ছিল। কোনমতে সেনার গাড়ির পাশকাটিয়ে কোলকাতা প্রধানের গাড়ি বেড়িয়ে যায়। দুর্ঘটনা ঘটতেই পারত।

কর্তব্যরত ট্রাফিক পুলিশ তারাতাড়ি গাড়িটি আটকায়, ট্রাফিক আইন ভাঙায় সেনার গাড়ি আটকায় কলকাতা পুলিশ।ক্রসিংয়ে ‘নো রাইট টার্ন’ বোর্ড ছিল।

এরপরেই সেনার গাড়িটি হয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।

বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন না, দাবি সেনার গাড়ি চালকের। থানায় হাজির হন সেনার ইস্টার্ন কমান্ডের দফতর ফোর্ট উইলিয়াম-এর কর্তারাও। সেনা গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে মামলা রুজু।


ভিডিওতে দেখুন👆👆