হুগলী

পদ্বশ্রী পুরস্কার প্রাপ্ত সাঁতারুর বাড়িতে পদক চুরির কিনারা

1000464167

গৌতম মুখোপাধ্যায় : হুগলি, হিন্দমোটর

প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় পুলিশের জালে গ্রেফতার এক,
উদ্ধার করা হয়েছে বহু পদক । হুগলির রিষড়া থেকে কৃষ্ণা চৌধুরী নামে বছর উনিশের এক দুষ্কৃতিকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ।
শ্রীরামপুরে এক সাংবাদিক সম্মেলনে কমিশনারের ডি সি পি অর্নব বিশ্বাস বলেন মোট ২৯৫ টি পদক উদ্ধার করা হয়েছে। এরই পাশাপাশি কিছু পেতলের মুর্তি ও ধাতব কলের পাইপ উদ্ধার করা হয়। চুরি হওয়ার ঘটনা গত ১৫ ই আগষ্ট প্রকাশ্যে আসে, তার দুই দিন আগে এই ঘটনা বলে জানা গেছে,
তবে পদ্মশ্রী পদকের মধ্যে দুটি পদক, তার মধ্যে বড় পদকটি বুলা চৌধুরীর বাড়িতই রয়েছে বলে জানান বুলা।পদ্মশ্রীর ছোট ব্যাচটি খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্জুন পুরস্কারও চোর নিতে পারেনি। সেই গুলো বুলা চৌধুরীর কাছেই রয়েছে বালে জানাচ্ছেন।
পুলিশ জানায় তদন্ত এখনো চলছে এর সাথে কারা কারা রয়েছে তার খোঁজ করা হচ্ছে। এদিকে পুলিশ দ্রুত পদক
উদ্ধার করতে পেরে উচ্ছ্বসিত প্রাক্তন এই সাঁতারু। তাকে শ্রীরামপুরের ডি সি পি অফিসে উদ্ধার হওয়া পদক গুলি দেখানো হয়।
তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ
জানান, এরই পাশাপাশি
চন্দননগর কমিশনারেটের পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন।

ভিডিওতে দেখুন