
সুব্রত রায় : গুজরাট
গুজরাটের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা যাত্রিবাহী বিমানের। জানা গিয়েছে ওই বিমানে ২৩০ জন যাত্রী, ১২ জন স্ক্রু ছিল। আমেদাবাদ এয়ারপোর্ট থেকে যাত্রা শুরুর কিছু ক্ষণের মধ্যে বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি।বিমানটি লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল বলে খবর। লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। আকাশ ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।জানা গিয়েছে, টেক অফের সময় গাছে ধাক্কা লাগে বিমানটির পিছনের অংশ। তারপরেই কিছুক্ষণের মধ্যে ঘটে ওই দুর্ঘটনা। বিমান যাত্রীদের আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করছেন উদ্ধারকারীরা।ঘটনাস্থলে দমকলের বহু ইঞ্জিন রয়েছে। সেই ঘটনার বেশ
কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।এ দিন ১ বেজে ১৭ মিনিটে আহমেদাবাদ থেকে উড়েছিল ফ্লাইটটি।

