হুগলী

পাকিস্থানে বন্দী থাকার একমাস পর নিজের বাড়িতে জওয়ান পুর্নম

একমাস পর বাড়ি ফিরছে রিষড়ার বি. এস. এফ. জওয়ান পূর্ণম কুমার সাউ।ডিউটিতে থাকা কালীন পাকিস্থানে ভুল করে চলে যায় রিষড়ার বাসিন্দা এই সেনা জওয়ান, এর পরই পাক রেঞ্জাররা তাকে আটক করে নিয়ে যায়, অনেক টানাপোড়েন এর পর কিছুদিন আগে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়, এর দিন সে তার কর্মস্থলেই ছিল, এবার আজ তার বাড়ি ফেরা পালা,সুত্রের খবর বিকেলেই সে তার রিষড়ার বাড়িতো আসছে।এদিকে তার বাড়ি ফেরার খবরে বাড়িতে আত্মীয় সজন থেকে এলাকার মানুসের ভিড় জমেছে ।আল্পনা দিয়ে ঘর সাজিয়েছে।ঠাকুর ঘর সাজানো হয়েছে ফুল দিয়ে।ছেলের পছন্দ মতো খাবার বানানো হবে বলে জানান মা দেবন্তী সাউ।

1000309703
1000309638