হুগলী

পুজোয় বাজছিল ডিজে, বাধা দিতেই পুলিশকে মার

অঙ্কিত সিনহা : ডানকুনি

গতকাল ডানকুনির মোনবের বারোয়ারিতে রক্ষা কালিপূজোর প্রতিমা নিরঞ্জন করার প্রস্তুতি চলছিল, সেই উপলক্ষে ডি জেবক্স বাজানো হচ্ছিল। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ওই ডি জে বক্স বন্ধ করতে গেলে
বাধা দেয় পুজো উদ্যোক্তারা, শুরু হয় পুলিশের সাথে বচসা।এরই মধ্যেই দুই জনকে পুলিশ আটক করে নিয়ে যায়।এর প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয়রা,সেই অবরোধ হটাতে গেলে পুলিশকে লক্ষ করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে।1ঘটনায় রাতেই ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
আদালত প্রত্যেককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। গোটা ঘটনায় আসরে বিজেপি, বিজেপি নেতা প্রনয় রায় বলেন বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করতেই রাজ্য সরকার এই সব করছে, এদিকে এই বিষয়ে জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেন আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের যা কাজ পুলিশ তাই করবে, এতে কোনো রকম রাজনীতি করার দরকার নেই।

  1. ↩︎

1000307739