
বিশ্বজিৎ সাহা : শ্রীরামপুর
কলেজে গোষ্ঠী সংঘর্ষে আহত দুই,গ্রেফতার দুই
গত নভেম্বর মাসে শ্রীরামপুর কলেজে বার্ষিক স্পোর্টস অনুষ্ঠিত হয়, সেই স্পোর্টসের পুরস্কার বিতরণী ছিল গত পরশু, অভিযোগ পুরস্কার দেওয়া নিয়েই বাধে গন্ডগোল,কলেজের তৃনমূল ছাত্র পরিষদের একাংশের দাবী দড়ি টানটানী বিভাগে যারা জয়ী হয়েছে তাদের মধ্যে অনেকই বহিরাগত ছিল, পুরস্কার স্থলেই এই নিয়ে বচসা শুরু হয় দুই পক্ষের,এরপর কলেজ কতৃপক্ষের হস্তক্ষেপে সেখানেই মিটে যায়।ফের গতকাল কলেজ ক্যান্টিনে এই বিষয়ে শুরু হয় পক্ষের মধ্যে বচসা।সুত্রের খবর অনুযায়ী বচসা হাতাহাতিতে গড়ায়। বিষয়টি জল গড়ায় থানা পর্যন্ত,রাতে অভিযোগ দায়ের করা হয়,এরপরই অতনু চৌধুরী ও অশোক সাউ নামে দুজনকে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ। আজ তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের একজনের দাবী এই ঘটনার সাথে তারা যুক্ত নয়, তারা ফ্যাসাদে পরে গিয়েছে,
তারা কলেছে পরে না।এ বিষয়ে অবশ্য তৃনমুল জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেন বহিরাগত রা ঢুকে গন্ডগোল করেছে, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। এদিকে এই ঘটানায় এক ইঞ্চি জমি ছারেনি বিরোধীও।

