
গৌতম মুখোপাধ্যায় : কোলকাতা
পুর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারারা । আর এই ঘেরাও কে কেন্দ্র করে ধুমধুমার কান্ড বিকাশ ভবন চত্তর। মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন শিক্ষকদের একাংশ। এলাকায় প্রচুর পুলিশকর্মীরা পরিস্থিতি সামাল দিতে গেলে চাকরিহারারা তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।আন্দোলনকারি দের দাবি, কোনও পরীক্ষা নয়, সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে।চাকরিহারারা নিজেরা তালা কিনে এনে আটকে দেয় বিকাশ ভবনের গেট।
এদিকে তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি চরমে পৌঁছোয়। চাকরিহারাদের কয়েক জন তাঁর দিকে ধেয়ে যান। তাঁকে ধাক্কাও মারা হয় বলে অভিযোগ। স্লোগান ওঠে ‘চোর, চোর’। সব্যসাচীর গাড়ির সামনে শুয়ে পড়েন কেউ কেউ। তাঁকে ভিড়ের মধ্য থেকে বার করে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। এ বিষয়ে সব্যসাচী বলেন, ‘‘আমি নিজের কাজে এসেছিলাম। আমি কিছু জানি না। পুলিশ আমায় ঢুকতে বারণ করেছে। ওঁরা এটা আবেগে করছেন। রাজ্য সরকার যা করার করছে। আমরা আদালতের ঊর্ধ্বে নই। আদালত যা বলেছে, তা-ই করছি।

