অঙ্কিত সিনহা হুগলি:-
পাকিস্তান রেঞ্জে
পঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে অবশেষে আজ সকালেই মুক্তি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানে আটক স্বামীর মুক্তির জন্য হুগলি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে গিয়েছিলেন বিএসএফের দফতরে। গিয়েছেন স্বামীর কর্মস্থলেও। কিন্তু তার পরেও দীর্ঘ অপেক্ষা। সকালে অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে পঠানকোটে ফিরেছেন ফিরোজ়পুরে ২৪ নম্বর ব্যাটেলিয়নের ওই কনস্টেবল। কর্মস্থলে ফিরেই তিনি ভিডিয়ো কল করে কথা বললেন স্ত্রীর সঙ্গে।প্রায় ২৩ দিন পরে স্বামীর সঙ্গে কথা বলে আশঙ্কা-উৎকণ্ঠার কালো মেঘ সরে গিয়েছে রজনীর চেহারা থেকে। কেঁদে ফেলেন তিনি। তবে এই কান্না স্বস্তির। এই কান্না আনন্দের। দুই হাতে মুখ চাপা দিয়ে রজনী বলেন, ‘‘ভিডিয়ো কলে কথা হল ওর সঙ্গে। একমুখ দাড়ি হয়ে গিয়েছে। আমাকে বলল টেনশন কোরো না। আমি ঠিক আছি। দাড়ি কাটতে হবে। পরে কথা বলছি।’’ রজনী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে ফোন করেছিলেন। কথা হয়েছে। মুখ্যমন্ত্রী সকলেরই খোঁজখবর নিয়েছেন। চিন্তা করতে বারণ করেছেন।
রিষড়ায় সাউ পরিবারে
মিষ্টি বিতরণ করা হয়।মিষ্টি মুখ করেন পরিবারের সকলে।


